খুলনায় আনসার আল ইসলামের ২ সদস্য আটক

প্রকাশিতঃ 12:37 pm | August 24, 2021

কালের আলো সংবাদদাতা:

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের কাছ থেকে বোমা ও আইইডি তৈরির সরঞ্জাম, মোটরসাইকেল, মোবাইলসহ জিহাদী বই উদ্ধার করা হয়।

সোমবার (২৪ আগস্ট) রাতে খুলনা মেট্রো অ্যান্ড জেলা সিআইডির সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, মহানগরীল বানিয়াখামারের নজরুল ইসলামের ছেলে নাসিম ও শরিয়তপুরের সখিপুর থানার খাসগাজীপুরের খোকন মোল্লার ছেলে হাসান।

সিআইডির সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেররিজম ও সিআইডির খুলনা ইউনিট যৌথভাবে নগরীর ময়লাপোতা মসজিদের সামনে থেকে আনসার আল ইসলামের সদস্য নাসিম ও হাসানকে আটক করে। এরপর তাদের দেয়া তথ্য অনুযায়ী বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, একটি এয়ারগান, লিফলেট, চাঁদা আদায়ের রশিদ, সদস্য সংগ্রহ ফরম ও জিহাদী বই উদ্ধার করা হয়।

তাপস কর্মকার বলেন, ‌তারা উগ্রবাদী মতবাদ প্রচারণা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে সদস্য সংগ্রহ, দাওয়াতি কার্যক্রম, সদস্যদের নিকট থেকে চাঁদা আদায় ও নাশকতার পরিকল্পনা করে আসছিল।

সহকারী পুলিশ সুপার জানান, তাদের অন্য সহযোগিদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে নগরীর লবণচরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালের আলো/আরএস/এমএইচএস