ইবিতে স্টেকহোল্ডারর্স ওয়ার্কশপ অন কোয়ালিটি এস্যুরেন্স শীর্ষক সেমিনার
প্রকাশিতঃ 6:25 pm | October 13, 2018

ইবি প্রতিনিধি, কালের আলো:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্টেকহোল্ডারর্স ওয়ার্কশপ অন কোয়ালিটি এস্যুরেন্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ অক্টোবর) প্রশাসন ভবনের তৃতীয়তলায় বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)’র পরিচালক প্রফেসর ড. এ কে এম আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য নবাগত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে সেই উপযোগী করে তোমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। পাশাপাশি একুশ শতকের উপযোগী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করে সেই অনুযায়ী পাঠদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের গতিশীল নেতৃত্বে দেশ যে এগিয়ে যাচ্ছে তার একটি প্রকৃষ্ট উদাহরন দক্ষিন এশিয়ায় মানব উন্নয়ন সূচকে আমরা আজ প্রতিবেশী ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে গেছি। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বিশ্ববিদ্যালয় আর্ন্তজাতিকীকরনের পথে সকলে দল,মত, পথ নির্বিশেষে যার যার অবস্থান থেকে কাজ করবে।
অনুষ্ঠানে রিসোর্স পারসন ছিলেন আমেরিকার নিউইয়ার্কের আশা কলেজ এবং মেট্রোপলিটন কলেজের শিক্ষক আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রফেসর ড. মাহবুবুল জোয়াদ্দার।
দিনব্যাপী ওয়ার্কশপে কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. কাজী আকতার হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতিবৃন্দ ও নবাগত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
কালের আলো/ওএইচ