মিরপুরে বৃষ্টি, টসে বিলম্ব
প্রকাশিতঃ 5:53 pm | August 06, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
আগেই জানা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কাই সত্যি হলো! বৃষ্টির কারণে অজিদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিটি যথাসময়ে মাঠে গড়ানো নিয়ে সংশয় তৈরি হয়েছে। বেলা সাড়ে পাঁচটায় টস হওয়ার কথা থাকলেও যথাসময়ে টস হচ্ছে না।
অবশ্য বৃষ্টি খুব বেশি ভারী নয়। গুঁড়িগুঁড়ি বৃষ্টিই চলেছে মিনিট দশেক। মাঝেমধ্যে পড়েছে বড় বড় ফোঁটা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বৃষ্টি। বিকাল ৪টার দিকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি দেখা যায় স্টেডিয়াম ও আশেপাশের এলাকায়।
পরে শুরু হয় ঝুম বৃষ্টি। তাতে ঢাকতে হয়েছে পিচও। টসের আর আধঘণ্টা বাকি থাকতে এমন বৃষ্টির পর বলাই যাচ্ছে, অন্তত টস হতে খানিকটা দেরি হচ্ছে।
শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচে জিতলেই নতুন ইতিহাস রচনা করবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।
আজকের ম্যাচ জিতলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই খেলা হাতে রেখে ৩-০তে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। তবে অস্ট্রেলিয়া যদি জিতে যায় তাহলে তারা সিরিজে প্রত্যাবর্তন করবে।
সিরিজের প্রথম ম্যাচে ১৩১ রানের পুঁজি নিয়েও ২৩ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১২১ রানে গুটিয়ে দিয়ে ৮ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় টাইগাররা।
বাংলাদেশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া: জশ ফিলিপি, অ্যালেক্স কেরি, মিসেল মার্শ, ময়েস হেনরিক্স, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, মিসেল স্টার্ক, মিচেল সুইপসন, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
কালের আলো/টিআরকে/এসআইএল