ম্যাচ সেরা আফিফ হোসেন

প্রকাশিতঃ 11:13 pm | August 04, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

টি-টোয়েন্টিতে এমনিতে ১২২ রান তেমন কোন লক্ষ্যই না। কিন্তু মিরপুরের মন্থর আর টার্নিং উইকেটে ওই রান করাটা মোটেও সহজ কিছু নয়। ৬৭ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর বাংলাদেশ যেমন বিপদ দেখছিল। নুরুল হাসান সোহানকে নিয়ে আফিফ হোসেন ধ্রুব সেই বিপদ যেন উড়ালেন আপার কাটে।

ফিনিশারের ভূমিকায় সফল হওয়া এই তরুণ ব্যাটসমানকেই দেওয়া হলো ম্যাচ সেরার পুরস্কার।

অসিদের বিপক্ষে ১২২ রানের টার্গেট তাড়ায় ৬৭ রানে ৫ উইকেট পড়ে গেলে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয়ে উপহার দেন আফিফ।

বুধবার (০৪ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৭ উইকেটে ১২১ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া।

টার্গেট তাড়া করতে নেমে ৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় স্বাগতিক বাংলাদেশ।

৬৭ রানে সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসানসহ প্রথম সারির তারকা ৫ ব্যাটসম্যান আউট হলে কঠিন চাপের মধ্যে পড়ে যায় বাংলাদেশ।

সেই কঠিন চাপের মধে ষষ্ঠ উইকেটে নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে ৪৪ বলে ৫৬* রানের অবিচ্ছি জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছেদেন তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন।

দলের জয়ে ৩১ বলে ৫টি চার ও এক ছক্কায় ৩৭ রান করেন আফিফ হোসেন। ২১ বলে ২২ রান করে অপরাজিত থাকেন সোহান।

কালের আলো/এসবি/এমএম