দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

প্রকাশিতঃ 4:01 pm | August 04, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বুধবার (৪ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সিরিজের প্রথম ম্যাচে মঙ্গলবার (৩ আগস্ট) ২৩ রানে জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে ব্যাটিংটা ভালো হয়নি মাহমুদুল্লাহ নেতৃত্বাধীন দলটির। তাই অজিদের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে বাটিংয়ে বাড়তি মনোযোগ থাকবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যদের।

প্রথম ম্যাচে মাত্র ১৩১ রান করেও জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ১৩২ রানের টার্গেটে খেলতে নেমে ১০৮ রানে অলআউট হয়েছে ম্যাথু ওয়েডবাহিনী। কঠোর স্বাস্থ্যবিধি মেনে এগিয়ে চলছে এই সিরিজের সব আয়োজন।

বুধবার (৪ আগস্ট) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জয়র জন্য মাঠে নামবে বাংলাদেশ। গেল ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখাটাই এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। অন্যদিকে অস্ট্রেলিয়া চাইবে ঘুরে দাঁড়াতে। এখন দেখার বিষয় দ্বিতীয় ম্যাচে কেমন করে বাংলাদেশ। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন দলগত পারফরমেন্স করলেই অজিদের বিপক্ষে সিরিজ নিজেদের করে নেওয়া সম্ভব।

কালের আলো/টিআরকে/এসআইএল