পিরোজপুরে ক্রিস্টাল মেথ আইস উদ্ধার, যুবক গ্রেফতার
প্রকাশিতঃ 3:44 pm | July 18, 2021

কালের আলো সংবাদদাতাঃ
পিরোজপুর সদর উপজেলায় নতুন মাদক ‘ক্রিস্টাল মেথ বা আইস’সহ মো. মাসুম খান (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে বরিশাল র্যাব-৮ এর সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।
মো. মাসুম খান পিরোজপুর সদর উপজেলার ওধনকাঠী এলাকার মৃত মতিউর রহমান খানের ছেলে।
রবিবার (১৮ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ওধনকাঠী এলাকায় মাদক বিক্রির খবর পেয়ে র্যাবের বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাসুম খানকে আটক করে তারা। পরে তার দেহ তল্লাশি করে ১শ গ্রাম ক্রিস্টাল মেথ আইস মাদক উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় র্যাবের ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে অভিযুক্ত মাসুম খানকে আসামি করে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
কালের আলো/টিআরকে/এসআইএল