অস্ত্র ও ইয়াবাসহ ‘সন্ত্রাসী’ শিপলু গ্রেফতার

প্রকাশিতঃ 10:01 pm | July 17, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বর এলাকা থেকে অস্ত্রসহ শিপলু আহম্মেদ ওরফে সোলায়মান শিপলুকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব-৪।

শনিবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানে শিপলুর কাছ থেকে ১টি দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি চাপাতি, ২টি ছুড়ি ও ৪২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র‌্যাব।

শনিবার (১৭ জুলাই) বিকালে র‌্যাব-৪ এর অপারেশন অফিসার এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক এবং হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী অস্ত্র প্রদর্শন সহ ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলো। সে একাধারে ছিনতাইকারী, জমিদখলকারী, মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং এর অন্যতম সদস্য। সে দেশীয় অস্ত্রসহ তার দলবল নিয়ে এলাকায় মহড়া দিতো এবং অস্ত্রের ভয় দেখিয়ে লোকজনের নিকট থেকে জোরপূর্বক চাঁদা দাবি করতো এবং কেউ চাঁদা দিতে না চাইলে সে তাকে মারধরসহ গুরুতর জখম করে তার নিকট হতে জোরপূর্বক চাঁদার টাকার আদায় করতো। আসামী মূলত অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোন কথা বলতে সাহস করতো না এবং কেউ তার বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

কালের আলো/টিআরকে/এসআইএল