রোনালদোর পর করোনা কোয়ারেন্টাইনে মেসি

প্রকাশিতঃ 12:29 pm | March 15, 2020

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

করোনা আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। ক্রীড়াক্ষেত্রেও এর প্রভাব পড়েছে ব্যাপকভাবে। ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগ আপাতত মাঠে গড়াচ্ছে না। এসবের মাঝে ক্রিস্টিয়ানো রোনালদোর পর এবার নিজ বাড়িতে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। শুধু মেসি একা নন, পুরো বার্সেলোনা স্কোয়াডই এখন কোয়ারেন্টাইনে আছে।

বার্সেলোনায় মেসির বিলাসবহুল বাড়িতে আউটডোর ফুটবল পিচ, সুইমিং পুল এবং ইনডোর জিম আছে। অর্থাৎ আইসোলেশনে থাকা অবস্থায় মেসির প্রস্তুতি নিতে কোনো অসুবিধা হবে না। শুধু তাই না, তার বাড়ি যেখানে অবস্থিত সেই জায়গা ‘নো ফ্লাই জোন’র অংশ। তার মানে বেশ শান্তিতেই অনুশীলন সারতে পারবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এর আগে করোনাভাইরাস আতঙ্কে পর্তুগালে অবস্থিত নিজ বাড়িতে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেন রোনালদো। পর্তুগালের মাদেইরায় আটলান্টিক মহাসাগরের পারে অবস্থিত তার বিলাসবহুল বাড়িতেও অনুশীলনের সব ব্যবস্থা আছে।

কালের আলো/এনআর/এমএম

Print Friendly, PDF & Email