কোটিপতি সাংবাদিকরা এবার গোয়েন্দা নজরদারিতে!

প্রকাশিতঃ 2:55 pm | October 30, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সংবাদ সম্মেলনে বিস্ফোরক তথ্যটি জানিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক দৈনিকের সম্পাদক ব্যাংকের চেয়ারম্যানকে ফোন করে টাকা চেয়ে হুমকি দিয়েছেন। সেই সম্পাদকের পাশাপাশি ক্যাসিনো বাণিজ্য থেকে ভাগ নিয়ে কোটিপতি বনে যাওয়া সাংবাদিকরা গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেফতারকৃতরা রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাদের নাম প্রকাশ করেছেন।

সূত্র জানায়, চলমান ক্যাসিনো, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে চলা অভিযানে গোয়েন্দা নজরদারিতে থাকা বেশকিছু কোটিপতি সাংবাদিক কোন কোন প্রতিষ্ঠানের প্রধানকে বা শীর্ষ কর্মকর্তাকে ফোন করে মোটা অঙ্কের চাঁদাও চেয়েছেন। এ ধরনের কথোপকথনের রেকর্ডও গোয়েন্দাদের কাছে রয়েছে।

চলমান ক্যাসিনো-দুর্নীতিবিরোধী অভিযানে কোনো শ্রেণী-পেশার মানুষ বাদ যাবে না। জড়িত সবাইকে আইনের আওতায় আনার কাজ চলছে। সরকারের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। ইতিমধ্যে তাদের সব তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জানা গেছে, ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত সাংবাদিকরা নিয়মিত টাকা নিয়ে আসতেন। অনেকে তাদের পক্ষে রিপোর্টও করেছে।

আবার কারো কারো বিরুদ্ধে টাকা না পেয়ে রিপোর্ট করার তথ্য-প্রমাণ গোয়েন্দাদের কাছে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা জানান, ক্যাসিনো খেলতেন অনেক সাংবাদিক। এমন ছবিও তাদের কাছে রয়েছে।

কালের আলো/এনআর/এমএইচএ

Print Friendly, PDF & Email