ডেঙ্গু প্রতিরোধে ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশনা

প্রকাশিতঃ 11:24 pm | August 05, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। প্রতিদিনই বিভিন্ন শ্রণি পেশার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। বেশ কয়েকজন অ্যাথলেটও ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এমন পরিস্থিতিতে অ্যাথলেটদের সচেতন থাকার নির্দেশনা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

তিনি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের কি করণীয় এবং কি করতে পারি সেগুলো নিয়ে আমরা ফেডারেশনগুলোকে নির্দেশনা দিয়েছি।

সোমবার (০৫ জুলাই) এনসিসি আয়োজন করে ডেঙ্গু নিধন ও প্রতিকার নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফেডারেশনগুলো যাতে পরিস্কার পরিচ্ছন্ন রাখে সেদিকে খেয়াল রাখতে বলেছি। ঢাকার বিভিন্ন এলাকা ভাগ করে দিচ্ছি। খেলোয়াড়-সংগঠকদের একসাথে কাজ করার নির্দেশনা দিয়েছি।

ডেঙ্গু আক্রান্ত অ্যাথলেটদের হাসপাতালে রেখে চিকিৎসা চালানোর কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত অ্যাথলেটরা যাতে বাসায় না যায় সেই নির্দেশ দিয়েছি। সরকারিভাবে তাদের চিকিৎসা খরচ দেওয়া হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। তারা সবাই সুস্থভাবে ফিরে আসুক এটাই আমরা চাই।

কালের আলো/এআর/এমএম

Print Friendly, PDF & Email