বাড্ডায় জালনোট তৈরির কারখানায় অভিযান চলছে

প্রকাশিতঃ 1:32 pm | July 12, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

রাজধানীর ভাটারা এলাকার নুরেরচালার সাঈদনগরে জালনোট প্রস্তুতকারী একটি কারখানায় অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গোয়েন্দা গুলশান বিভাগ।

সোমবার (১২ জুলাই) কারখানায় অভিযান শুরু হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নুরেরচালার সাঈদনগর এলাকার জাল টাকা তৈরির ওই কারখানা থেকে বিপুল পরিমাণ প্রস্তুতকৃত জালনোট ও তা তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযান এখনও চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

কালের আলো/আরএস/এমএইচএস