মানবপাচার চক্রের প্রধান সমন্বয়ক ইউরো আশিকসহ আটক ৭
প্রকাশিতঃ 1:54 pm | July 11, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
সাগরপথে ইউরোপে মানব পাচারের আন্তর্জাতিক চক্রের বাংলাদেশি এজেন্ট ইউরো আশিকসহ সাত জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
শনিবার (১০ জুলাই) দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রোববার (১১ জুলাই) র্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভূমধ্যসাগর হয়ে ইউরোপে মানবপাচারের আন্তর্জাতিক চক্রের বাংলাদেশি এজেন্ট রুবেল সিন্ডিকেটের প্রধান সমন্বয়ক ইউরো আশিকসহ সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১১ জুলাই) দুপুর ১টায় রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
কালের আলো/টিআরকে/এসআইএল