লকডাউন-বৃষ্টিতেও সড়কে মানুষের সরব উপস্থিতি, বেড়েছে গাড়িও

প্রকাশিতঃ 1:41 pm | July 07, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

রাজধানীতে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ও চলমান লকডাউনের বাধা উপেক্ষা করে সড়কে বেড়েছে মানুষ ও গাড়ির চাপ। নানা বাহানায় মানুষ ঘর থেকে বের হচ্ছেন। তবে এর মধ্যে আবার অনেককেই অফিসসহ জরুরি কাজেও বেরে হতে হচ্ছে।

বুধবার (৭ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে গণপরিবহন না চললেও আগের দিনগুলোর তুলনায় সড়কে মানুষ, রিকশা, যানবহন অনেক বেড়েছে। বৃষ্টি এবং লকডাউন উপেক্ষা করে কাজে বের হওয়া মানুষের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। সেই সঙ্গে লকডাউনের সপ্তম দিনে যানবাহনও বেড়েছে সড়কে।

তবে বিধিনিষেধের মধ্যেও অনেক প্রতিষ্ঠান খোলা আছে। ফলে সেই সব প্রতিষ্ঠানের কর্মীদের কাজে যোগ দিতে হচ্ছে। এমনিতেই যানবাহন চলাচলে কড়াকড়ি আছে। রিকশা বা প্রাইভেট ছাড়া যানবাহন নেই বললেই চলে। কিন্তু বুধবার সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় ঘর থেকে বের হওয়া কর্মজীবী মানুষ ভোগান্তিতে পড়েন। অনেককে বিভিন্ন রাস্তার মোড়ে দীর্ঘসময় রিকশার অপেক্ষায় থাকতে দেখা যায়।

এদিকে বিধিনিষেধের কারণে কয়েকদিন দোকানপাট বন্ধ থাকলেও আজ অনেক জায়গায় কিছু দোকান খুলতে দেখা গেছে। তবে পুলিশের উপস্থিতি টের পাওয়ার পর তা বন্ধ করে দেয়া হয়।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, কঠোর লকডাউনের সপ্তম দিনে গণপরিবহন বন্ধ থাকলেও সড়কে বেড়েছে নিজস্ব পরিবহন। সেই সঙ্গে বেড়েছে মানুষের চলাচল। জরুরি প্রয়োজনে যার যার গন্তব্যে ছুটছেন মানুষ। গণপরিবন বন্ধের পাশাপাশি সকাল থেকে শুরু হওয়া গুড়ি গুড়ি বৃষ্টিতে ঘর থেকে বের হওয়া মানুষ ভোগান্তিতে পড়েছেন।

গণপরিবহন না থাকায় পায়ে হেঁটে বা রিকশায় গন্তব্যে ছুটছেন মানুষ। মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট থাকলেও গত দিনগুলোর মতো তেমন কড়াকড়ি ছিল না। তবে মাঝে মাঝে কাউকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।

কালের আলো/ডিএসবি/এমএম