রাজধানীতে ষষ্ঠ দিনে গ্রেফতার ৪৬৭, জরিমানা সাড়ে ২৭ লাখ

প্রকাশিতঃ 11:21 pm | July 06, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত ‘কঠোর লকডাউনের’ ষষ্ঠ দিনে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়ার কারণে রাজধানীতে ৪৬৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিধিনিষেধ না মানায় তাদের সর্বমোট জরিমানার পরিমাণ দুই লাখ ২৭ হাজার ৪৮০ টাকা।

এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক এক হাজার ৮৭টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ২৫ লাখ ২৯ হাজার টাকা। আজ পর্যন্ত রাজধানীতে মোট গ্রেফতার হয়েছেন তিন হাজার ৮৫ জন।

মঙ্গলবার (৬ জুলাই) লকডাউনের ষষ্ঠ দিনে অভিযানে এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির ৮টি বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, লকডাউনের ষষ্ঠ দিনে ডিএমপির আটটি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে সরকারি বিধিনিষেধ মানাতে অভিযান চালায়।

পুলিশ কর্মকর্তা বলেন, বিধিনিষেধ অমান্য করে রাস্তায় বের হওয়ার কারণে সারাদিনে ৪৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০৫ জনকে দুই লাখ ২৭ হাজার ৪৮০ টাকা জরিমানা করা হয়েছে।

করোনা মহামারি ভয়ংকর আকার ধারণ করায় গত ১ জুলাই থেকে দেশে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। প্রথমে এক সপ্তাহ এই বিধিনিষেধ ঘোষণা করলেও পরে তা আরও এক সপ্তাহ বাড়ানো হয়। এই বিধিনিষেধ চলবে ১৪ জুলাই পর্যন্ত। বিধিনিষেধ চলাকালে প্রতিদিনই গ্রেপ্তার ও জরিমানা করছে ডিএমপি।

কালের আলো/ডিএসবি/এমএম