রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মাঠপর্যায়ের চুক্তি চূড়ান্ত

প্রকাশিতঃ 2:20 pm | January 16, 2018

স্টাফ রিপোর্টার | কালের আলো:

মিয়ানমারের রাখাইনে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সেদেশে ফেরত পাঠানোর বিষয়ে ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ নামের মাঠপর্যায়ের চুক্তি চূড়ান্ত হয়েছে।

মঙ্গলবার সকালের বৈঠকে চুক্তিটি চূড়ান্ত হয়।

সোমবার টানা ১৩ ঘণ্টা বৈঠক অনুষ্ঠিত পর মঙ্গলবার সকালে আবার বৈঠক বসে। এদিনের বৈঠকেই চুক্তিটি চূড়ান্ত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

মিয়ানমারের রাজধানী নেপিডোতে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রসচিব পর্যায়ের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে চূড়ান্ত হয় ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ নামের মাঠপর্যায়ের চুক্তি।

এর ফলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর জন্য সরকারি পর্যায়ের কাজটি সম্পন্ন হলো।

বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক এবং মিয়ানমারের পক্ষে পররাষ্ট্রসচিব মিন্ট থোয়ে নেতৃত্ব দেন।

বৈঠকে বাংলাদেশ রোহিঙ্গাদের প্রথম দলটিকে রাখাইনে ফেরত পাঠানোর পর থেকে প্রত্যাবাসনের কাজটি শেষ করার জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করার কথা বলে। আর মিয়ানমার প্রত্যাবাসন শেষ হওয়ার জন্য সময়সীমা বেঁধে দেয়ার পরিবর্তে শিথিলতা রাখতে জোর দিচ্ছে।

 

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email