১০০ দিন পর সৃজিতের কাছে মিথিলা

প্রকাশিতঃ 5:24 pm | June 30, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

দেশ শাটডাউনের আগ মুহূর্তে ঢাকা ছাড়লেন অভিনেত্রী মিথিলা। ১০০ দিন পর ফিরলেন নির্মাতা সৃজিতের কাছে। একা নন, মিথিলার সঙ্গে ছিল কন্যা আইরাও।

দেশের জনপ্রিয় এই অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক সর্বশেষ গত ২০ মার্চ বিকেলে কলকাতা থেকে ঢাকায় এসেছিলেন।

তার পর অফিসসহ শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। এই সময়ে ওয়েব সিরিজ ‘কনট্রাক্ট’ থেকে শুরু করে সিনেমার নায়িকাও হয়েছেন এ অভিনেত্রী।

মিথিলা জানিয়েছিলেন, কলকাতায় মেয়ে আয়রার স্কুল খুলে যাচ্ছে। তাই সীমান্ত খুললে জুলাইয়ে কলকাতায় যাওয়ার চেষ্টা করবেন। তবে জুলাই গড়ানোর আগেই আজ বুধবার বিশেষ ব্যবস্থায় সড়কপথে মেয়েকে নিয়ে কলকাতায় গিয়েছেন মিথিলা।

সপ্তাহখানেক আগে কলকাতার এক সংবাদমাধ্যমকে বেশ আক্ষেপের স্বরে জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা বলেছিলেন, ‘হিসেব মতে বিয়ের পরে আমি আর সৃজিত ৭ থেকে ৮ মাস একসঙ্গে থেকেছি।’ করোনা মহামারির কারণে সীমান্ত অতিক্রম করতে না পারা এবং কাজের ব্যস্ততায় তাঁদের নৈকট্যে এমন দূরত্ব।

বুধবার (৩০ জুন) দুপুরে মেয়ে আইরাকে নিয়ে সড়কপথে ভারতে প্রবেশ করেন এই অভিনেত্রী। ভারতীয় সীমান্তে এসে সৃজিত মুখার্জি রিসিভ করে নেন স্ত্রী মিথিলা ও আইরাকে। সেখান থেকে একটি গাড়িতে করে কলকাতায় বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন তারা।

এ সময় গাড়িতে বসেই তিনজনের হাসিখুশি একটি সেলফি নেন মিথিলা। পরে সেটি তিনি তার ফেসবুকে প্রকাশ করেন। ভ্রমণের আরও কিছু ছবিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী।

স্বামী সৃজিতের সঙ্গে হাস্যোজ্জ্বল কয়েকটি ছবি প্রকাশ করে অভিনেত্রী ক্যাপশন জুড়েছেন, একশ দিন পর…। এরপর জুড়েছেন ভালোবাসার ইমোজি।

এ বিষয়ে মিথিলা গণমাধ্যমকে বলেন, অনেক দিন পর কলকাতায় যাচ্ছি। আমরা এখনো রাস্তায়। বাসায় ঢুকতে আরেকটু সময় লাগবে। কলকাতায় আবারও সৃজিতের সঙ্গে এখানে সময় কাটবে। পাশাপাশি এখানে বসেই আমি হোম অফিস করব। মেয়ের ক্লাসও চলবে বাসা থেকে। আশা করি পারিবারিকভাবে দারুণ কিছু মূহুর্ত কাটবে আমাদের।

https://www.facebook.com/rafiathrashid/posts/2400219273443376

কালের আলো/ডিএসবি/এমএম