‘শিশু বক্তা’ রফিকুলকে ফের কাশিমপুর কারাগারে স্থানান্তর
প্রকাশিতঃ 3:16 pm | June 29, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
ইসলামি বক্তা মো. রফিকুল ইসলাম মাদানীকে আবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) সকাল সোয়া ১০টার দিকে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে এ কারাগারে স্থানান্তর করা হয় ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর জেলার মো. আবু সায়েম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়ার পর রফিকুল ইসলাম মাদানীকে এ কারাগারে পাঠানো হয়। পরে রিমান্ডের জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছিল। পরে আবার তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ পাঠানো হয়।
রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের সাতটি মামলা রয়েছে। এর মধ্যে মতিঝিল থানায় দুটি মামলা, তেজগাঁও থানায় একটি, পল্টন থানায় একটি, কোতোয়ালি থানায় একটি, গাছা থানায় একটি এবং বাসন থানায় একটি মামলা রয়েছে।
মো. রফিকুল ইসলাম মাদানী (২৬) নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে।
কালের আলো/টিআরকে/এসআইএল