ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু
প্রকাশিতঃ 11:50 am | July 04, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের শিকার হলেন আরও এক ফুটবলার। মুহান্নাদ আল-লেলে নামের এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন।
জানা গেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলায় নিজের বাড়িতে মারাত্মক আহত হয়ে পড়ে মারা যান খাদামাত আল-মাগাজি ক্লুমের খেলোয়াড় মুহান্নাদ আল-লেলি।
ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গত সোমবার একটি ড্রোন মুহান্নাদের বাসার তৃতীয় তলায় আঘাত হানে। এ আঘাতে তার (মুহান্নাদ) মাথায় মারাত্মকভাবে রক্তক্ষরণ হয় এবং মঙ্গলবার সকালে তিনি মারা যান।’
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনের শহীদের সংখ্যা বেড়ে ৫৮৫ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে রয়েছেন ২৬৫ জন ফুটবলার।
কালের আলো/এএএন