রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৯
প্রকাশিতঃ 12:45 pm | June 26, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৬ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার (২৫ জুন) সকাল ৬টা থেকে শনিবার (২৬ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানকালে ৪৯ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৫২২ পিস ইয়াবা, ২৫০ গ্রাম হেরোইন, ২ বোতল ফেনসিডিল ও ২৫ কেজি ৯৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ইফতেখায়রুল ইসলাম।
কালের আলো/আরএস/এমএইচএস