রাজধানীতে দুই কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক
প্রকাশিতঃ 12:56 pm | June 21, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
রাজধানীর হাজারীবাগ ও রায়েরবাগ এলাকায় পৃথক অভিযানে দুটি কিশোর গ্যাং গ্রুপের ১৬ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
সোমবার (২১ জুন) র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রবিবার (২০ জুন) রাতে র্যাবের পৃথক দুই অভিযানে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে একটি কিশোর গ্যাংয়ের আট সদস্য এবং রায়েরবাগ এলাকা থেকে আরেক কিশোর গ্যাংয়ের আট সদস্যকে আটক করা হয়।
দুপুরে মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত র্যাব-২ এর সদর দপ্তরে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলে এই র্যাব কর্মকর্তা।
কালের আলো/আরএস/এমএইচএস