৯৯৯ এ কল দিয়ে ডাকাতির কবল থেকে রক্ষা পেল প্রবাসীর পরিবার

প্রকাশিতঃ 10:22 am | January 14, 2018

কালের আলো: পুলিশের হেল্প লাইন ৯৯৯ এ কল দিয়ে ব্যাপক সুফল মিলছে। পুলিশের এ সেবায় ফোন করে এবার কুমিল্লায় ডাকাতির কবল থেকে রক্ষা পেয়েছে এক প্রবাসীর পরিবার। শুক্রবার দিবাগত মধ্যরাতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউপির বাসরলঙ্কা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গভীর রাতে উপজেলার মৌকরা ইউনিয়নের বাসরলঙ্কা গ্রামের প্রবাসী সহিদের বাড়ির দরজা ভেঙে ১০-১৫ জনের একদল ডাকাত পরিবারের সকলের হাত-পা বেঁধে ফেলে। এসময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে পাশের বাড়ির এক ব্যক্তি পুলিশের ৯৯৯ সেবা নম্বরে ফোন করে। খবর পেয়ে এলাকার টহল পুলিশের দায়িত্বে থাকা নাঙ্গলকোট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়।

মৌকারা ইউপি আওয়ামী লীগের আহ্বায়ক এমএ আব্দুল মতিন জানান, ডাকাতির খবর পেয়ে ওই গ্রামে পুলিশ উপস্থিত হওয়ায় এবং গ্রামের মসজিদের মাইকে ডাকাত আসার কথা ঘোষণা করায় ডাকাতদল পালিয়ে যায়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে টহল পুলিশ পাঠানো হয়। তিনি সকলকে থানা কিংবা ৯৯৯ নম্বরে কল দিয়ে সেবা নেয়ার আহ্বান জানান।