সিলেটে আটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৫

প্রকাশিতঃ 10:31 am | May 02, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাকচাপায় দুই শিশুসহ অটোরিকশার পাঁচ আরোহী নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এ সময় আহত হয়েছে আরও দুজন।

রোববার(২ মে) সকালে উপজেলার ফেরিঘাট এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জৈন্তাপুরের পাখিবিল গ্রামের অটোরিকশাচালক হোসেন আহমদ (৩৫), একই উপজেলার রূপচেঙ গ্রামের মৃত জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম (৩৯), তার ছেলে শাহাদত হোসেন, মেয়ে সাবিয়া বেগম (৭) ও মৃত জামাল আহমদের বোন হাবিবুন্নেছা (৩৩)।

আহতরা হলেন, রূপচেঙ গ্রামের মৃত আরজান আলীর ছেলে ও নিহত সাদিয়া বেগমের ভাসুর মো. জাকারিয়া (৫০) এবং জাকারিয়ার স্ত্রী হাসিনা বেগম (৪০)।

পুলিশ জানায়, পাথর পরিবহনের জন্য একটি ট্রাক সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলো। পথে জৈন্তাপুরের ফেরিঘাট নামক স্থানে পৌঁছালে গ্রামের ভেতরের রাস্তা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা সিলেট-তামাবিল সড়কে উঠে। এসময় ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দস্তগীর আহমেদ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

কালের আলো/এসজে/এনএল

Print Friendly, PDF & Email