ছোট বউকে নিয়ে ফুর্তিতে গিয়ে রিসোর্টের রেজিস্ট্রারে বড় বউয়ের নাম লিখেছিলেন মামুনুল

প্রকাশিতঃ 11:10 pm | April 04, 2021

ডেস্ক রিপোর্ট, কালের আলো:

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে অবরুদ্ধ করে রাখে স্থানীরা। শনিবার (৩ এপ্রিল) বিকেলে রিসোর্টের ৫ম তলার ৫০১ নম্বর কক্ষে তাকে অবরুদ্ধ করা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

এ সময় মামুনুল হক দাবি করেন, সঙ্গে থাকা নারীর নাম আমিনা তৈয়বা। তিনি মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী। আমিনাকে সঙ্গে নিয়ে রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন তিনি।

আর এখন বেরিয়ে আসছে সব থলের বিড়াল। ছোট বউকে নিয়ে মূলত নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে মামুনুল গিয়েছিলেন ছোট বউকে নিয়ে ফুর্তি করতে। কিন্তু রিসোর্টের যে রেজিস্ট্রার রয়েছে সেখানে তিনি তার স্ত্রীর নামের স্থানে তার বড় বউ এর নাম ব্যবহার করেছিলেন। এ নিয়ে হেফাজতের মধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে।

রিসোর্টের খাতায় গেস্টের নামের স্থানে লেখা রয়েছে মো. মামুনুল হক ও আমিনা তৈয়বা। রুম নং ৫০১। এ সময় রিসোর্টে প্যাকেজ নেন উন্টার। রুম ভাড়া ৫ হাজার এবং খাবার খরচ ৩ হাজার টাকা। এছাড়াও মামুনুল হকের এনআইডি কার্ডের কপিও পাওয়া যায়। রিসোর্টে প্রবেশের সময় লেখা হয় দুপুর ৩টা।

কালের আলো/ডিএসবি/এমএম