প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে শেয়ার, জামায়াতকর্মী আটক

প্রকাশিতঃ 2:28 pm | April 04, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

রাজশাহীতে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে শেয়ার দেওয়ার অভিযোগে রাকিবুল ইসলাম (৩৫) নামে এক জামায়াতকর্মীকে ধরে পুলিশে দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

রোববার (৪ এপ্রিল) মহানগরীর মতিহার থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন মেহেরচণ্ডি (পূর্বপাড়া) এলাকার আবুল কাশেমের ছেলে রাকিবুল কয়েক দিন আগে তার নিজস্ব ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট দেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।

শনিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে রাকিবুল গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে ধরে ফেলেন। এর পর পুলিশে খবর দিলে তাকে থানায় নিয়ে আসা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন। যে ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি শেয়ার করা হয়েছে, সেটিও তার বলে তিনি স্বীকারোক্তি দিয়েছেন।

তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। রোববার (৪ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কালের আলো/এসবিএস/এলএম

Print Friendly, PDF & Email