স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, উৎসবমুখর ঢাকা সেনানিবাস

প্রকাশিতঃ 7:56 pm | March 28, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ। উন্নয়নশীল দেশের মর্যাদা লাভকে মাইলফলক অর্জন হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের গৌরব ইতোমধ্যেই নতুন প্রজন্মকে উৎসর্গও করেছেন।

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মুহুর্তে সমগ্র জাতির জন্য আনন্দ ও গর্বের এই প্রাপ্তিকে এবার সাড়ম্বরেই উদযাপন করেছে দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী প্রধান জেনারেল ড.আজিজ আহমেদের নির্দেশে মুক্তিযুদ্ধের চেতনার বহ্নিশিখায় নবজাগরণ তৈরির সময়টিতে জাঁকালো আয়োজনের মধ্যে দিয়ে রোববার (২৮ মার্চ) উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন দেশপ্রেমিক সেনারা।

ঢাকা সেনানিবাসে লগ এরিয়ার সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ এর স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল দেশে উত্তরণ উদ্যাপন উপলক্ষে এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, শোভাযাত্রাটি ঢাকা সেনানিবাসের সিগন্যাল গেইট ও লজিস্টিকস্ এরিয়া এমপি ইউনিটের সামনে থেকে দু’টি দলে বিভক্ত হয়ে শুরু হয়। এরপর সেনানিবাসের প্রধান সড়ক হয়ে সেনাকুঞ্জে গিয়ে শেষ হয।

শোভাযাত্রায় সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, ঢাকা লগ এরিয়ার জিওসি মেজর জেনারেল মো. হুমায়ুন কবিরসহ ঢাকা সেনানিবাসে কর্মরত সামরিক অসামরিক কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে
শোভাযাত্রা শেষে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘সকল বাধা পেরিয়ে মুক্তিযুদ্ধের মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ আজ এগিয়ে চলছে উন্নতি আর সমৃদ্ধির পথে।

দেশকে মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশে পরিণত করার প্রত্যয়ে গৃহীত ‘রূপকল্প ২০২১’র সফল পরিসমাপ্তি হতে চলেছে। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে এবং মুজিব শতবর্ষে এটি আমাদের জন্য অত্যন্ত খুশির, আনন্দের এবং গৌরবের সংবাদ। এটি সেই সাথে আমাদের একটি ঐতিহাসিক অর্জন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে স্বাধীনতার পর থেকেই দেশের সার্বভৌমত্ব রক্ষা ও যুদ্ধ পরবর্তী দেশ পুর্নগঠনে বাংলাদেশ সেনাবাহিনীর আত্নত্যাগ অসামান্য। দেশের আর্থ সামাজিক উন্নয়নে বলিষ্ঠ পদক্ষেপ, দুর্যোগ মোকাবেলায় অনন্য অবদান, জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে সম্মান ও বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে, যা নি:সন্দেহে প্রশংসনীয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য এই গৌরবের অংশীদার।’

লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আরও বলেন, ‘আমি গভীরভাবে বিশ্বাস করি বাংলাদেশের উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের কারণে সকল প্রতিকূলতা মোকাবেলা করে এই দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে।’

এর আগে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হওয়ায় গত শনিবার (২৬ মার্চ) ঢাকার মিরপুর সেনানিবাস, খুলনা, সিলেট, বগুড়া, মুন্সিগঞ্জ ও জাহাঙ্গীরাবাদ সেনানিবাসে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

ওইদিন বিপুল উৎসাহ-উদ্দীপনায় জাঁকজমকপূর্ণ ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন।

একই দিনে উন্নয়নশীল দেশ হিসাবে জাতিসংঘের স্বীকৃতি অর্জন করায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সিলেট সেনানিবাস। শনিবার (২৭ মার্চ) ১৭ পদাতিক ডিভিশন সদর দপ্তর ও এরিয়া সদর দপ্তর সিলেট এই আয়োজন করে। এতে নেতৃত্ব দেন সিলেটের এরিয়া কমান্ডার ও ১৭ পদাতিক ডিভিশন জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার।

কালের আলো/এমএ/জিকে