মুজিববর্ষে প্রবাসী শ্রমিকদের শিক্ষার মানোন্নয়নে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর নতুন উদ্যোগ

প্রকাশিতঃ 9:49 am | March 21, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

নানা প্রতিবন্ধকতায় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের চৌকাঠ পেরোনো হয়নি। অথবা পড়াশুনা শেষ না করেই চলে এসেছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে, নিজেদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতাসম্পন্ন আধুনিক শ্রমবাজার গড়তে শিক্ষার মানোন্নয়ন অনস্বীকার্য।

ফলশ্রুতিতে সুশিক্ষিত ও দক্ষ প্রবাসী শ্রমিক গড়ে তুলতেই শিক্ষার মানোন্নয়নেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। পিতা মুজিবের জন্মবার্ষিকীতে প্রথমবারের মতো তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি ও এইচএসসি শিক্ষা কার্যক্রমের সূচনা করেছেন।

সৌদি আরবের ভিশন ২০৩০ ও বাংলাদেশের ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যেই শনিবার (২০ মার্চ) থেকে শুরু হওয়া এই শিক্ষা কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

বাংলাদেশ দূতাবাসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। তিনি দক্ষ অদক্ষ প্রবাসী শ্রমিকদের শিক্ষার মানোন্নয়ন অপরিহার্য বলেই মনে করেন।

ড.জাবেদ বলেন, ‘সৌদি আরবে যুগোপযোগী ও অধিক দক্ষতাসম্পন্ন আধুনিক শ্রমবাজার গড়ার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

রাষ্ট্রদূত বলেন, ‘সৌদি আরবে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস পরিকল্পনা গ্রহণ করে। এছাড়া দীর্ঘদিন থেকে সৌদি আরবে বসবাসরত অভিবাসীরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় শিক্ষা গ্রহণ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে।

এই পরিপ্রেক্ষিতে সৌদি আরবের জন্য শিক্ষা ফি কমিয়ে দেয়া হয়েছে। যার ফলে এসএসসিতে ৩৪ জন ও এইচএসসিতে ৭৯ জনসহ সর্বমোট ১১৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।’

শিগগিরই সৌদি আরবে স্নাতক পর্যায়ের কোর্স চালু করার পরিকল্পনার কথা জানিয়ে ড.জাবেদ আরও বলেন, ‘অনলাইনে আরবি ভাষা শিক্ষা, ইংরেজি ভাষা শিক্ষা ও সৌদি আরবের জন্য বিভিন্ন কাস্টমাইজ কোর্স চালু করার পরিকল্পনাও আমাদের রয়েছে।’

সূত্র জানায়, করোনা মহাপ্রলয়ের ভেতরেই মাত্র সাত মাস আগে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। দেশটির বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসীদের কল্যাণে নানামুখী উদ্যোগ গ্রহণ করেন। কাজের মাধ্যমে দেশের ভাবমূর্তি বৃদ্ধিতে সৌদি আরবে বসবাসরত অভিবাসীদেরও তিনি আহ্বান জানিয়েছেন।

দু’দেশের মধ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি নিশ্চিত করতেও পরিকল্পিতভাবেই কাজ চালিয়ে যাচ্ছেন রাষ্ট্রদূত। সম্প্রতি তিনি স্থানীয় জাজান প্রদেশে অবস্থিত জাজান বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ড. মারেই বিন হুসেইন আল কাহতানির সঙ্গে এক বৈঠকে যৌথভাবে গবেষণা সম্পাদন, শিক্ষার্থী বিনিময় কার্যক্রম এবং আরও বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষক নিয়োগের বিষয়েও ফলপ্রসূ আলোচনা করেছেন।

এই উদ্যোগের মাত্র দুই সপ্তাহের মাথায় যুগোপযোগী ও দক্ষ অভিবাসী গড়ে তুলতে সৌদি আরবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর নতুন এক সুসংবাদ নিশ্চিত করেছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

এর মাধ্যমে অভিবাসীরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হবে’ বলেই মনে করেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প নেই।’

শিক্ষামন্ত্রী শিক্ষিত হওয়ার পাশাপাশি মূল্যবোধ, সততা, মানবিকতা অর্জন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার গুরুত্বারোপ করেন।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি ও গুণগত শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানিয়ে মন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ফলে আমরা অনলাইন শিক্ষা ব্যবস্থায় অনেকদুর এগিয়ে গেছি। এ সুযোগ কাজে লাগিয়ে আমাদের বিভিন্ন দক্ষতা অর্জন করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. এম এ মান্নান। তিনি বলেন, ‘সৌদি আরবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অত্যন্ত উপযোগী ও সার্থক হবে এবং প্রবাসী বাংলাদেশিরা এতে উপকৃত হবে।’

রিয়াদের বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, এই অনুষ্ঠানে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের দায়িত্বপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম আনিসুল হক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের ডীন ড. সাবিনা ইয়াসমিন বক্তব্য রাখেন। সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদিনাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষবৃন্দ, বোর্ড অব ডাইরেক্টর্স এর সদস্য, এসএসসি ও এইচএসসি শিক্ষা কার্যক্রমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কালের আলো/ জিকেএম/এমএ