সুদানে ‘স্পেশাল ড্র-ডাউন’ অ্যাওয়ার্ড পেলেন কমান্ডার আব্দুল হালিম
প্রকাশিতঃ 10:24 pm | March 17, 2021

কালের আলো ডেস্ক:
সুদানের দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ‘স্পেশাল ড্র-ডাউন অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম।
কুটুম টিম সাইট ও এলফাশের লিজিস্টিক বেজ অপারেশনাল কার্যক্রম সফলভাবে সমাপ্ত করায় সোমবার (১৫ মার্চ) সুদানিজ সময় সকাল ১০টায় উনামিড মিশনের পুলিশ প্রধান ড. সুলতান আজম তিমুরি তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন।
২০১৯ সালে সুদানের দারফুরে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার হিসেবে নিয়ালা টিম সাইটের দায়িত্ব গ্রহণ করেন আব্দুল হালিম। ২০২০ সালের নভেম্বরে নিয়ালা টিম সাইট সফলভাবে সুদানের স্থানীয় সরকারের কাছে হস্তান্তর করে এলফাশের লিজিস্টিক বেজের দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এলফাশেরে মিশনের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়নমূলক কাজ করায় প্রশংসা কুড়ান আব্দুল হালিম। এলফাশেরে শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিচিতি করার লক্ষ্যে বই বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ করাসহ সুদান পুলিশকে বিভিন্ন সহায়তা প্রদান, সংশোধন কারাগারে জীবনমান উন্নয়নে বিভিন্ন আয়মূলক প্রশিক্ষন প্রদান করেন তিনি। তার এসব কাজের স্বীকৃতি হিসেবে উনামিড পুলিশ কমিশনার কর্তৃক ৬ বার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কমান্ডার হন আব্দুল হালিম।
কালের আলো/ডিএসকে/এমজেআর