বঙ্গবন্ধু যুগে যুগে স্বাধীনতার নিরন্তর আইকন এবং ক্যারিশমাটিক নেতা : চসিক মেয়র

প্রকাশিতঃ 10:15 pm | March 17, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয় বিশ্বের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। তিনি যুগে যুগে স্বাধীনতার নিরন্তর আইকন এবং ক্যারিশমাটিক নেতা। বঙ্গবন্ধুর জন্মদিন আমাদের ইতিহাস। আমাদের স্বপ্নের সৌরভ।

বুধবার (১৭ মার্চ) জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আয়োজিত ব্যতিক্রমি ১০০ ‘ক্ষুদে মুজিব’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চসিক মেয়র বলেন, আমরা যারা রণাঙ্গনে ছিলাম এবং অস্ত্রহাতে হানাদার বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়েছিলাম বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটি ছিল আমাদের যুদ্ধ জয়ের মন্ত্রণা।

তিনি বলেন, বাঙালির ইতিহাসে তিতুমির, হাজী শরিয়ত উল্লাহ, দেশবন্ধু চিত্তরঞ্জন, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানীসহ অনেক নেতাই জাতিকে মুক্তি দিতে সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছেন। তারা সফল হতে পারেননি পরিপূর্ণভাবে। একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির হাজার বছরের স্বপ্ন পূরণে একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে পরিণত করে মহানায়কের আসনে অলংকৃত হয়েছেন।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে ও কংকন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মো. সলিম উল্লাহ বাচ্চু, শহিদুল আলম, গোলাম মোহাম্মদ জোবায়ের, নাজমুল হক ডিউক, জোবাইদা নার্গিস খান, আফরোজা কালাম, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, শিক্ষক আলী আকবর ও সিবিএ নেতা মোহাম্মদ ইয়াছিন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিনের কেক কাটেন অতিথিরা।

কালের আলো/ডিএসবি/এমএম