আলজাজিরার মিথ্যাচারের প্রতিবাদে উত্তাল মোহাম্মদপুর, জনতা জেগেছে বয়কটের দাবিতে
প্রকাশিতঃ 8:00 pm | February 12, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
দীর্ঘদিন পর বিপুল এক জনসমাগম। নানা শ্রেণি-পেশার মানুষ দলে দলে ছুটে আসছেন। প্রকাশ করছেন সংহতি। উজ্জীবিত করছেন তরুণ-যুবাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান জেনারেল ড.আজিজ আহমেদ এবং তাঁর পরিবারকে জড়িয়ে কাতারভিত্তিক ‘প্রোপাগান্ডা’ চ্যানেল আলজাজিরার নির্লজ্জ মিথ্যাচারের প্রতিবাদেই দৃপ্ত শপথেই তাদের রাজপথে অবস্থান।
এ যেন বিক্ষুব্ধ জনতার বাঁধভাঙা এক জোয়ার। শত শত মানুষ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের নানক চত্বরে। চলছে গণসঙ্গীত, তারেকের প্রেতাত্মা আলজাজিরার বিরুদ্ধে উদ্দীপ্ত স্লোগান। কারও হাতে প্ল্যাকার্ড আবার কারও হাতে কোন ব্যানার।
কোথাও লেখা, ‘আলজাজিরার মিথ্যা খবর, বাংলার মাটিতে হবে কবর’। আবার কোথাও শোভা পাচ্ছে-‘বয়কট আলজাজিরা।’ প্রথম দেখাতেই মনে হতে পারে কোন রাজনৈতিক দলের এমন আয়োজনে বিক্ষুব্ধ জনতা সম্ভবত জেগে উঠেছে। কিন্তু ব্যানারগুলোর দিকে চোখ রাখলেই ক্ষণিকের ভুল ভেঙে যাবে নিমিষেই।
এই অভূতপূর্ব জনারণ্যের আয়োজক ‘মোহাম্মদপুরবাসী।’ রাজধানীর মোহাম্মদপুরের নানক চত্বরে সাধারণ মানুষের এমন সোচ্চার অবস্থানই জানান দিয়েছে, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে নিয়ে আলজাজিরার মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রচারের ঘটনায় তাঁরা কতটুকু ক্ষুব্ধ।

আর এজন্যই কীনা স্থানীয় নবোদয় সংঘ, উদয় চল ক্লাব, শহীদ সলিমুল্লাহ ক্রীয়া চক্র, সমাজকল্যাণ সংঘ, মোহাম্মদপুর ক্লাব, মোহাম্মদপুরবাসী, শহীদ সাঈদ আহমেদ টিপু শিক্ষা সংঘ, ৩৩ নম্বর ওয়ার্ডবাসী, মাজা রেস্টুরেন্ট, অবিনাশ সাহায্য ঘর, বনরূপা সামাজিক সংঘ, স্বপ্নপুরী, স্টার প্লাস ক্লাব, সোনালী সংঘ, সলিমুল্লাহ রোড এলাকাবাসী দলে দলে একত্রিত হয়ে জঙ্গি মদদদাতা আলজাজিরা চ্যানেলের বিরুদ্ধে হাজারো কন্ঠে আওয়াজ তুলেছে।
মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা আলজাজিরা চ্যানেলকে বয়কটের আহ্বান জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে নিয়ে আলজাজিরা মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচার করে বাংলাদেশের সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করছে। দেশের অগ্রগতি বাঁধাগ্রস্ত করতে আলজাজিরা তার এদেশীয় দোসরদের নিয়ে মনগড়া খবর প্রচার করে উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে চায়।’
আলজাজিরার ভূয়া সংবাদের বিরুদ্ধে মোহাম্মদপুরবাসীর স্বত:স্ফূর্ত প্রতিবাদ-প্রতিরোধের এমন আগুন ছড়িয়ে পড়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায়। ইতোপূর্বে রাজধানীর বাড্ডা, উত্তরা, খিলক্ষেত, মোহাম্মদপুর টাউন হল, আসাদ গেট, রাজু ভাস্কর্য, দাউদকান্দি, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলা ও মহানগরীতেও বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কালের আলো/এপি/এমএ