সেনাপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, নতুন উচ্চতায় বাংলাদেশ-মার্কিন সম্পর্ক (ভিডিও)

প্রকাশিতঃ 7:48 pm | February 06, 2021

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

১২ দিনের রাষ্ট্রীয় সফরে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.আজিজ আহমেদ। সফরকালে যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল জেমস সি.ম্যাক কনভেলসহ দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তিনি বৈঠক করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মার্কিন সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে দু’দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরও জোরদার ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতেও দুই দেশের সেনাপ্রধান একমত হয়েছেন।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্র সেনাবাহিনী প্রধান জেনারেল জেমস সি.ম্যাক কনভেলের আমন্ত্রণে গত শুক্রবার (২৯ জানুয়ারি) ১২ দিনের এক সরকারি সফরে বাংলাদেশ ত্যাগ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.আজিজ আহমেদ।

তিনি মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ সুবিধা পরিদর্শন করেন এবং তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করেন।

সেনাপ্রধান জেনারেল ড.আজিজ আহমেদ যুক্তরাষ্ট্রের অফিস অব দি সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি সাউথ ও সাউথইস্ট এশিয়াতে আঞ্চলিক প্রতিরক্ষা এবং দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন।

সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ যুক্তরাষ্ট্র আর্মি মিলিটারি ডিস্ট্রিক্ট অব ওয়াশিংটন’র জয়েন্ট ফোর্স হেডকোয়ার্টারের কমান্ডিং জেনারেল ওমার জোনসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তিনি এরলিংটন ন্যাশনাল সেমেট্রিতে শায়িত প্রাক্তন সেনাসদস্যদের প্রতি সম্মান জানান। এর আগে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একটি সুসজ্জিত দল বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করেন।

এর আগে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সেনাপ্রধান জেনারেল ড.আজিজ আহমেদ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিলিটারি অ্যাডভাইজার এবং আন্ডার সেক্রেটারি জেনারেলদের সাথেও মতবিনিময় করবেন।

সেই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্য সংখ্যা বৃদ্ধি, বিভিন্ন শান্তিরক্ষা মিশন সুষ্ঠুভাবে পরিচালনা এবং নীতি নির্ধারণী পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

প্রসঙ্গত, রাষ্ট্রীয় সফর শেষে আগামী শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.আজিজ আহমেদের দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে।

কালের আলো/এমএএএমকে