প্রকল্পে অর্থ অপচয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রকাশিতঃ 6:54 pm | February 03, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
যাদের গাফিলতি ও অবহেলার কারণে পল্লী সেতু নির্মাণ প্রকল্পে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় হয়, তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতি দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাঁকে জানাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার(০৩ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর বরাত দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী জানান, আজকের একনেক সভায় প্রকল্প বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। প্রকল্প বাস্তবায়ন করতে দেরি হলে অর্থ ব্যয় বেড়ে যায়। এ কারণে প্রকল্প নেওয়ার আগে এর সম্ভাব্যতা যাচাই করার সময় তা সঠিকভাবে করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
এম এ মান্নান বলেন, অনেক সময়েই দেখা যায়, সড়ক ও সেতু নির্মাণ প্রকল্পের সংশোধন করতে গিয়ে নির্মাণ ব্যয় বেড়ে যাচ্ছে। আজকের বৈঠকেও এ ধরনের একটি সড়ক প্রকল্পের সংশোধনীর জন্য উপস্থাপন করা হয়েছিল। এ প্রকল্পের মূল ডিজাইনে সেতু ছিল না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রশ্ন হলো, যারা এ প্রকল্পের ডিজাইন করেছে ও অর্ডার দিয়েছে তাদের সবাইকে চিহ্নিত করুন। কাদের গাফিলতির জন্য আমাদের প্রকল্পের ডিজাইন ভুল হলো। আমাদের সময় ও অর্থ অপচয় হলো। তাদের বিরুদ্ধে আপনারা আইন অনুযায়ী ব্যবস্থা নিন।
পরিকল্পনামন্ত্রী আরো বলেন, এখন থেকে প্রকল্প নেওয়ার আগে এসব বিষয়ে আমরা অধিকতর সচেতন হব, যাতে সময় ও অর্থের অপচয় না হয়, আমাদের সেই বিষয়ে আরো সতর্ক হতে হবে।
কালের আলো/ডিএসবি/এমএইচএ