লকডাউন নয়, মাস্ক বাধ্যতামূলক করতে চান বাইডেন

প্রকাশিতঃ 6:40 pm | November 20, 2020

ডেস্ক রিপোর্ট, কালের আলো:

নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউন নয়, সবার মাস্ক পরা বাধ্যতামূলক করতে চান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদমাধ্যম বিবিসি ও ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে করোনার প্রকোপ। দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে। এ অবস্থায় বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের সঙ্গে বৈঠক করেছেন জো বাইডেন। বেঠকের পর সংবাদ সম্মেলনে বাইডেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে লকডাউন করার কোনো পরিকল্পনা তাঁর নেই। তবে সবাইকে মাস্ক অবশ্যই পরতে হবে।’

পাঁচজন ডেমোক্র্যাট এবং পাঁচজন রিপাবলিকান গভর্নরের সঙ্গে আলোচনা করেছেন বাইডেন। সেখানে করোনা মোকাবিলার পরিকল্পনা নিয়ে কথা হয়েছে।

বাইডেন বলেছেন, ‘আমি আবারও বলছি : জাতীয় স্তরে কোনো শাটডাউন করা হবে না। প্রতিটি অঞ্চল, প্রতিটি সম্প্রদায় ভিন্ন হতে পারে। তাই জাতীয় স্তরে শাটডাউন করার মতো কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না।’

ব্লুমবার্গ জানিয়েছে, বাইডেন ও ১০ জন গভর্নর সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করার বিষয়টি নিয়েও আলোচনা করেছেন। মাস্ক পরার বিষয়ে বাইডেন বলেন, ‘এটি (মাস্ক পরা) কোনো রাজনৈতিক বিষয় নয়। এটি প্রত্যেক দেশপ্রেমিকের দায়িত্ব।’

বাইডেন এরই মধ্যে করোনা মোকাবিলায় পরিকল্পনা পেশ করেছেন। তাঁর এই পরিকল্পনার মধ্যে রয়েছে, অঙ্গরাজ্যগুলোকে আর্থিক সাহায্য, স্বাস্থ্য পরিকাঠামো বৃদ্ধি, বেকারদের সহায়তা বাড়ানো, মাস্ক পরা বাধ্যতামূলক করা, সহজে করোনা পরীক্ষার ব্যবস্থা করা ইত্যাদি।

কালের আলো/এসবি/এমআরকে

Print Friendly, PDF & Email