গুজব সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা

প্রকাশিতঃ 11:41 pm | November 01, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

রোববার (১ নভেম্বর) রাতে এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

পাশাপাশি গুজবে কান না দিতে সবার প্রতি অনুরোধও জানানো হয়েছে তথ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য বিবরণীতে।

তথ্যবিবরণীতে বলা হয়েছে, কোনো ধরনের কোনো গুজব বা উস্কানিমূলক বক্তব্যে কান না দেয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, গুজব সৃষ্টিকারী সম্পর্কে কোনো তথ্য পেলে তা অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য পরামর্শ দেয়া হয়েছে। গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর।

কালের আলো/এসবি/এমএইচ