ময়মনসিংহে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, লাইসেন্স চেক
প্রকাশিতঃ 5:22 pm | August 02, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দুই বাসের রেষারেষিতে একটির চাপায় পড়ে রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় এবার ময়মনসিংহে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে নগরীর টাউন হল মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
পরে তারা এই সড়কে আসা বিভিন্ন যানবাহনের লাইসেন্স চেক করতে থাকেন। যেসব যানবাহনের লাইসেন্স নেই সেসব গাড়িতে ‘ভুয়া’ লিখে দিয়ে পুলিশে সোপর্দ করা হচ্ছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, স্থানীয় শ্রমিক ইউনিয়নের হুমকি ধমকি উপেক্ষা করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। নিরাপদ সড়ক এবং স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
এর আগে বুধবার (০১ আগস্ট) নগরীর টাউন হল মোড় এলাকাসহ ৫ পয়েন্টে কয়েকঘণ্টা বিক্ষোভ করেন ময়মনসিংহের বেশ কিছু শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ওই সময় বেশ কিছু ট্রাক, অটোরিকশা, প্রাইভেটকারে ভাঙচুর চালানো হয়।
তবে এদিন বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।
নগরীর ২ নং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফারুক আহমেদ জানান, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিভিন্ন যানবাহনের লাইসেন্স চেক করছেন। তবে এদিন তারা সহিংস কোনো ঘটনা ঘটেনি।
কালের আলো/ওএইচ