বনানীর ৬ ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ বিক্রি, পৌনে ৯ লাখ টাকা জরিমানা
প্রকাশিতঃ 3:20 pm | August 14, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর বনানীতে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে ৬টি ফার্মেসিকে ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে বনানী থানাধীন বনানী-২ কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের টিম এই জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান। সহায়তা করেন র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) উনু মং।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, বনানীতে ঔষধ প্রশাসনের অনুমোদন ছাড়া এবং আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ওষুধ মজুদ ও বিক্রয় করছে এমন অভিযোগের ভিত্তিতে বনানী-২ কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬টি ফার্মেসিতে এমন অনিয়মের প্রমাণ পাওয়া যাওয়ায় ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে ঈশান ফার্মেসির ইকবাল হোসেন মঞ্জুকে। এছাড়া মানহা ফার্মেসি-২-এর মালিক মো. সাইফুল ইসলাম বাবুকে ৫০ হাজার টাকা, বিসমিল্লাহ ফার্মেসি বনানী-২-এর ম্যানেজার মো. শাকিল মিয়াকে দেড় লাখ টাকা, আমেনা ফার্মেসির ম্যানেজার আজাদ হোসেন সবুজকে ৭৫ হাজার টাকা, মানহা ফার্মেসি-১-এর ম্যানেজার মো. সাইদুর রহমান মিলনকে ৫০ হাজার টাকা ও মক্কা ফার্মেসির ম্যানেজার রনি ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ফার্মেসিগুলোতে বিক্রয় নিষিদ্ধ প্রায় ১০ লাখ টাকার ওষুধ জব্দ করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও র্যাবের এ ধরনের অনুমোদনহীন নকল ওষুধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
কালের আলো/এসবি/এমএইচএ