ইবিতে শিক্ষক নিয়োগ বাণিজ্যের তদন্ত কমিটিতে আরো দু’জন বৃদ্ধি

প্রকাশিতঃ 9:25 pm | July 22, 2018

ইবি প্রতিনিধি, কালের আলো:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁসের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে আরও ২ জনকে বর্ধিত করা হয়েছে।

গত ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মাহবুবুর রহমানকে আহব্বায়ক করে ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম এবং ইংরেজী বিভাগের প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলামকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। এর সাত দিন পর কমিটিতে আরো দুই সদস্য অন্তর্ভূক্ত করে তদন্ত কমিটি পুনরায় গঠিত করা হয়েছে।

নতুন অন্য দুই সদস্য হলেন- অর্থনীতি বিভাগের প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁঞা ও ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. তপন কুমার জোয়ার্দার। আগামী ১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন উপাচার্যের কাছে জমা দেয়ার জন্য বলা হয়েছে।

রোবরার (২২ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গত ১২ জুলাই অনুষ্ঠিত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নিয়োগ বোর্ডের প্রার্থী ফারজানা আক্তার ও তার স্বামী মামুনের সাথে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল এবং ইংরেজী বিভাগের অধ্যাপক ড. শাহাদত হোসেন আজাদ এর সাথে চাকরী প্রার্থীর কথপোকথনের অডিও ফাঁস হয়।ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক নিয়োগ দেয়ার কথা বলে ওই দুই শিক্ষক চাকরি প্রার্থীর কাছে থেকে ২০ লক্ষ টাকা নিয়েছে। নিয়োগ কনর্ফাম করতে না পেরে টাকা ফেরত দেন।

কালের আলো/কবির/এমএস