বাকৃবি’র প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিতঃ 1:37 am | July 22, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২১ জুলাই) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ারম্যান আব্দুল হালিম এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, পুরো মঞ্চসহ প্যান্ডেলের সবকিছু পুড়ে গেছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, রাত ১১টা ৫০ মিনিটের দিকে প্যান্ডেলে আকস্মিকভাবে আগুন লাগে। আগুনে প্যান্ডেলের ভেতরের চেয়ার-টেবিল, চারটি এলইডি স্ক্রিন বক্স পুড়ে যায়। তবে এ অগ্নিকাণ্ডে কেউ আহত হননি বলেও তিনি নিশ্চিত করেন।

রোববার (২২ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪ হাজার ৩শ’ গ্রাজুয়েট ও তাদের পরিবারের সদস্যদের এবারের বর্ষপূর্তির অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা।

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email