‘জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই’
প্রকাশিতঃ 8:14 pm | July 21, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহ পৌরসভার মেয়র ও মহানগর আওয়ামী লীগের নেতা মো. ইকরামুল হক টিটু বলেছেন, ‘জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে উচ্চাসনে নিয়ে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই।’
শনিবার দুপুরে নগরীর ২নং ওয়ার্ডে কাশর লাকীবাড়ী বাইলেনে সিসি রাস্তা ও ড্রেন নিমার্ণ কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজের পরিদর্শনকালে এলাকাবাসীর সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দিয়ে মেয়র বলেন, ‘আগামী দিনের জন্য জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। নেত্রী যা নির্দেশ দেবেন আমরা তা মেনে চলতে হবে। বিএনপি-জামাতিদের মনোবলে চির ধরেছে। ওরা বিপর্যস্ত। বাস্তবতা মেনে বলতে হয়। শেখ হাসিনা যদি আগামীতেও ক্ষমতায় থাকেন তবে আজকের বাংলাদেশ বদলে আরও উন্নত হবে।’
নগরীর চলমান উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ পৌরসভার ২নং ওয়ার্ডের টানা তিনবারের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব গোলাম রফিক দুদু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, সংরক্ষিত ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর মোছা: শামীমা আক্তার, মহানগর কৃষকলীগ সাধারণ সম্পাদক আবুল হাশেম রায়হান, মহানগর যুবলীগ নেতা রিদুয়ান মাহমুদ ময়না, কৃষকলীগ নেতা মোস্তাফিজুর রহমান, আরমান হোসেন, পৌরসভার উপ-প্রকৌশলী আজহার উদ্দীনসহ ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কালের আলো/এআরএফ/ওএইচ