ইবিতে ‘ওয়ার্কশপ অন ইফেক্টিভনেস অব ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনার
প্রকাশিতঃ 9:21 pm | July 18, 2018

ইবি প্রতিনিধি, কালের আলো:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণদানের লক্ষ্যে আইকিউএসি’র উদ্যোগে ওয়ার্কশপ অন ইফেক্টিভনেস অব ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার ভবনের ৪র্থ তলার সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী, বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা। সেমিনারে রিসোর্স পার্সন ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের সেকেন্ডারি এন্ড হ্ইায়ার এডুকেশন ডিভিশনের উপসচিব হাবিবুর রহমান।
সেমিনারে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. কেএম আব্দুস ছোবাহান।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকারের ভিশন ২০২১ ও ২০৪১ অর্জন করার জন্য সুদক্ষ কর্মকর্তা তৈরি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই ম্যানেজমেন্ট বিষয়ে আজকের কর্মশালা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ২০০৭ সালে এনআইএস (ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি) বা জাতীয় শুদ্ধাচার কৌশল গঠন করেছিলেন।
তিনি বলেন, আমাদেরকে এমন কৌশল বা কর্মপ্রণালী গ্রহণ করতে হবে, যাতে সর্বত্র স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ক্ষেত্র তৈরি করা যায় এবং কেউ যেন দুর্নীতি করার সুযোগ না পায়। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণভাবেও পরিকল্পিত লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশে বিভিন্ন অফিস, বিভাগ এমনকি পৃথক পৃথকভবে শিক্ষকদের সঙ্গে অনুরূপ চুক্তির ব্যবস্থা করবো যাতে তারা তাদের গবেষণা বা প্রতিশ্রুত কাজটি সমাধান করেছেন কিনা তা বছরান্তে জানা যায়।
তিনি বলেন, কর্মকর্তাদের দক্ষতায় প্রথমবারের মতো বাংলা ভাষায় লিখিত প্রজেক্ট প্রপোজাল উপস্থাপন করে আমরা একটা অসাধারণ সাফল্য অর্জন করেছি।
তিনি আশা প্রকাশ করে বলেন, আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তারা যে দক্ষতা অর্জন করবে তাতে সরকার, দেশ ও জাতি উপকৃত হবে।
সেমিনারে রিসোর্স পার্সন হাবিবুর রহমান বিস্তারিতভাবে বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ব্যবস্থাপনার কার্যকারীতা তুলে ধরেন। পরে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে আলোচিত বিষয়গুলোর উপর অনুশীলন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস প্রধানসহ ৩০জন সিনিয়র কর্মকর্তার অংশগ্রহণে সেমিনার ও ওয়ার্কশপ সকাল ১১টা হতে বিকেল ৪টা পর্যন্ত চলে।
কালের আলো/এমএইচকে/ওএইচ