ময়মনসিংহে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিতঃ 8:40 pm | July 18, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকায় সায়িদ ডিপার্টমেন্টাল স্টোর থেকে ২০০ পিস ইয়াবাসহ নূরে তানভীর ওরফে শোভন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)।

বুধবার (১৮ জুলাই) র‌্যাব-১৪ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে একটি মাদক ব্যবসায়ী চক্র কলেজ রোড এলাকার ওই দোকানে নিয়মিত মাদক বিক্রয় করে থাকে। এমন তথ্যের ভিত্তিতে ওই মাদক ব্যবসায়ী চক্রের ওপর গোয়েন্দা নজরদারি চালানো হয় ও সত্যতা পাওয়া যায়।

মঙ্গলবার (১৭ জুলাই) রাত পৌনে ১২ টার দিকে সহকারি পুলিশ সুপার হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে শোভনকে আটক করে র‌্যাব। পরে তার দেহ তল্লাশী করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।