দেশের ৩১ টি পল্লী বিদ্যুত সমিতিপতে অনলাইনের মাধ্যমে আবেদন করছেন গ্রাহকরা
প্রকাশিতঃ 10:18 pm | July 07, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেশের ৩১ টি পল্লী বিদ্যুত সমিতিতে অনলাইনের মাধ্যমে গ্রাহকরা আবেদন করতে পারছেন বলে জানিয়েছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (সমিতি ব্যবস্থাপনা) মাহাবুবুল বাশার।
তিনি বলেন, পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি কমাতে অনলাইনে সরাসরি আবেদন গ্রহণ এবং বিদ্যুৎ সংযোগ প্রদান করা হচ্ছে। দেশের ৮০ টি পল্লী বিদ্যুত সমিতির মধ্যে ১৭ টিতে অনলাইনের মাধ্যমে গ্রাহকদের আবেদন চালু রয়েছে।
শনিবার (০৭ জুলাই) থেকে আরো ১৪ টি সমিতিতে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে। আগামী আগষ্টের মাঝে দেশের সব ক’টি সমিতিতে এই সুবিধা চালু হবে।
শনিবার (০৭ জুলাই) দুপুরে জেলার ভালুকা উপজেলায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২’র আয়োজনে অনলাইন বিদ্যুৎ সংযোগ কার্যক্রম সংক্রান্ত কর্মশালায় তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২’র সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী জহিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (আইসিটি) হেদায়েতুল ইসলাম, একই বোর্ডের পরিচালক (কেন্দ্রীয় অঞ্চল) অরুণ কুমার চৌধুরী।
কর্মশালায় ঢাকা বিভাগের গাজীপুর ১,২, নারায়ণগঞ্জের ১,২, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোণা ও ময়মনসিংহ ১,২ও ৩ জেনারেল ম্যানেজারসহ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কালের আলো/ওএইচ