বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট চালু পহেলা জুন
প্রকাশিতঃ 9:03 pm | May 28, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ০১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে।
বৃহস্পতিবার (২৮ মে) বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো.মোকাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১লা জুন থেকে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা, ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ার লাইনসের ফ্লাইট চলাচল শুরু হবে।
মোবাইল এ্যাপস্, ওয়েবসাইট, ট্যাপ এজেন্ট এবং বিমানের সেল্স সেন্টার থেকে এসব ফ্লাইটে টিকিট করা যাবে বলেও তিনি জানিয়েছেন।
এর আগে বুধবার(২৭ মে) স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরুর আভাস দিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
কালের আলো/এনএল/বিএম