করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫৯,১৪১ জন

প্রকাশিতঃ 9:57 am | April 04, 2020

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫৯ হাজার ১৪১ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছে ১০ লাখ ৯৮ হাজার ৬ জন। মহামারি আকার ধারণ করা এই ভাইরাসটি বিশ্বের ২০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

এই ভাইরাসে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে। দেশটিতে ১৪ হাজার ৬৮১ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১১ হাজার ১৯৮ জন প্রাণ হারিয়েছে স্পেনে। দুটি দেশেই আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ছাড়িয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে দ্রুত বাড়ছে মৃত্যুর মিছিল। ৭ হাজার ৩৯২ জন মারা গেছে সেখানে। আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৭ হাজার ১৬১ জন। ফ্রান্সেও বাড়ছে মৃত্যুর মিছিল। সেখানে মারা গেছে ৬ হাজার ৫০৭ জন। তিন হাজারের অধিক মারা গেছে চীন, ইরান ও যুক্তরাজ্যে।

এ ছাড়া জার্মানিতে ১ হাজার ২৭৫, নেদারল্যান্ডসে ১ হাজার ৪৮৭, বেলজিয়ামে ১ হাজার ১৪৩ ও সুইচারল্যান্ডে ৫৯১ জন প্রাণ হারিয়েছে।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হয়। এখন পর্যন্ত এই ভাইরাসের প্রতিষেধক তৈরি করা যায়নি।

কালের আলো/এনএল