ইতালিতে করোনায় একদিনে প্রাণ গেল ৬২৭ জনের

প্রকাশিতঃ 11:55 pm | March 20, 2020

ডেস্ক রিপোর্ট, কালের আলো:

করোনাভাইরাসের থাবায় ইতালিতে শুক্রবার মৃত্যু হয়েছে ৬২৭ জনের। এই নিয়ে মৃত্যুর সংখ্যা চার হাজার ৩২ জন। আক্রান্ত হয়েছে চার হাজার ৬৭০ জন, আক্রান্তের সংখ্যা (পজিটিভ) বেড়ে হাজার ৩৭,৮৬০ জন। আজ অবধি সুস্থ হয়েছেন ৫১২৯ জন। আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন ২৪৯৮ জন।

আজ পাঁচ চিকিৎসকসহ এই ইতালিতে ১৩ চিকিৎসকের মৃত্যু হয়েছে, শুধু লোম্বারদিয়া অঞ্চলেই।

ইতালিজুড়ে ৭ দিনে ৪৬ হাজার জনের বিরুদ্ধে মামলা করেছে কারণ ছাড়া বাসার বাইরে চলাচলের জন্য।

আক্রান্তদের মধ্যে ১২০৯০ জনকে নিজ নিজ বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

ইতালির ২০ অঞ্চলের মধ্যে লোম্বারদিয়ায়ই মোট আক্রান্ত ১৯৮৮৪ ও মৃত্যু ২১৬৮। আজ এ অঞ্চলে মারা গেছেন ২০৯ জন।

কালের আলো/এনআর