সবার আগে ভোটের মাঠে আতিকুলের স্ত্রী!

প্রকাশিতঃ 1:55 am | January 16, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

টানা দ্বিতীয়বার মেয়র হতে লড়াইয়ে নেমেছেন স্বামী। ফলে হাত গুটিয়ে বসে থাকার জো নেই স্ত্রী ডেন্টাল সার্জন শায়লা সাগুফতা ইসলামের। নেতা-কর্মী, সমর্থকদের পাশাপাশি ভোটের মাঠে নেমে পড়েছেন তিনিও। 

চাঙ্গা করছেন ভোটের মাঠ। উজ্জীবিত করছেন নারী ভোটারদের। বলা হচ্ছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের স্ত্রীর কথা। 

দুই সিটিতে মেয়র পদে ভোটযুদ্ধে থাকা সব মেয়র প্রার্থীদের স্ত্রীদের মধ্যে তিনিই প্রথম স্বামীর পক্ষে প্রচারণায় নেমে সাড়া ফেলেছেন। 

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর খিলক্ষেত এলাকায় মেয়র আতিকুল ইসলামের পক্ষে ব্যাপক জনসংযোগ করেন। লিফলেট বিতরণ করেন স্বামীর পক্ষে। আহ্বান জানান ভোট দিয়ে স্বামী আতিকুল ইসলামকে জয়যুক্ত করার। 

শায়লা সাগুফতা ইসলামকে কাছে পেয়ে উৎফুল্ল সাধারণ ভোটাররাও। প্রার্থীর জীবনসঙ্গীর সঈে নিজেদের দুঃখ-সুখ এবং আশা-আকাঙ্ক্ষার কথা জানাতে পারে বেজায় খুশি নারী ভোটাররা। 

জানতে চাইলে মেয়র আতিকুলের স্ত্রী শায়লা সাগুফতা ইসলাম কালের আলোকে বলেন, ‘নারী ভোটারদের কাছে টানতে নারীরা সবচেয়ে বেশি ভূমিকা রাখেন। ফলে তিনি ভোটারদের দূয়ারে দূয়ারে গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন। এতে বেশ সাড়াও পাচ্ছেন।’

তিনি বলেন, ‘এখন নারী ভোটাররা অনেক বেশি সচেতন। যে কোনো দেশের উন্নয়ন করতে হলে সেই দেশের নারীদের স্বাবলম্বী হওয়া জরুরি। তাই নারীদের এখন উন্নয়ন ও শান্তির পক্ষে কাজ করতে হবে। 

আর এই কারণে আগামী ৩০ জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আতিকুল ইসলামকে পুনরায় মেয়র নির্বাচিত করতে হবে।’ 

কালের আলো/এনএল/এমএইচএ

Print Friendly, PDF & Email