শাওনকে বিয়ে করছেন তাহসান!
প্রকাশিতঃ 12:03 pm | December 08, 2019

কালের আলো ডেস্ক:
মিথিলার বিয়ের রেশ কাটতে না কাটতে এবার গুজব উঠেছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিথিলার সাবেক স্বামী সংগীত শিল্পী তাহসান ও বিশিষ্ট লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী শাওন।
আর বিয়ের গুজবে হতবাক শাওন নিজেই। ফেসবুক পেইজে ঘটনার বিবরণ দিয়ে নিজেই জানিয়েছেন সেই তথ্য। পাঠকদের জন্য শাওনের সেই স্ট্যাটাস হুবুহু তুলে ধরা হলো-
একটু আগে ইনবক্সে পাঠানো এই ইউটিউব কন্টেন্টের হেডলাইন দেখে এত বড় সাইজের একটা ভিমড়ি খেয়েছি যে আগামী দু’দিন কিছু না খেলেও চলবে!
ভিডিওটা দেখার ইচ্ছাও হয়নি। ভেতরে যে ফালতু কিছু থাকবে তা বুঝতে পারছি বটে। তবে দুইপাশে দু’জনের ছবি(!), মধ্যখানে লাল হৃদপিন্ড(!!) আর পেছনে হাতের ওপরে হাত(!!!) দেখে কন্টেন্ট ক্রিয়েটরের কল্পনাশক্তির উচ্চতা দেখে একা একা হেসেই যাচ্ছি…
অবশেষে!!!

প্রসঙ্গত, সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে।
অপরদিকে ২০০৪ শাওনকে বিয়ে করেন হুমায়ূন আহমেদ। এ ঘরে তাদের তিন ছেলে-মেয়ে জন্মগ্রহণ করে। প্রথম ভূমিষ্ঠ কন্যাটি মারা যায়। ছেলেদের নাম নিষাদ হুমায়ূন ও নিনিত হুমায়ূন।
কালের আলো/এনআর/এমএম