বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণের আহ্বান মেয়র টিটু’র
প্রকাশিতঃ 4:11 pm | April 21, 2018

আনিসুর রহমান ফারুক, কালের আলো:
জাতির পিতা বঙ্গবন্ধু, দেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বাঙ্গালি জাতির ইতিহাস তুলে ধরতে হবে জানিয়ে মুখে জয় বাংলা ও হৃদয়ে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়ন কর্মকান্ডে এগিয়ে আসতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ পৌরসভার সর্বশেষ মেয়র ও মহানগর আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা মো. ইকরামুল হক টিটু ।
তিনি বলেন,আগামী ২০২০ সালের মধ্যে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনের মধ্যদিয়েই দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়তে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো নৌকাকে বিজয়ী করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার রাতে নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহনের লক্ষ্যে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা আয়োজিত স্কুল কলেজ,ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাছাই পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন ও স্বাগত বক্তব্য রাখেন- মহানগর শাখার সভাপতি মারুফ হোসেন মুন্না।
অনুষ্ঠানে সংগঠনের জেলা শাখার সভাপতি রোয়াইদা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইফফাত হাসান রিজন ও মহানগর শাখার সাধারন সম্পাদক নওরিদ পারভেজ রিয়াদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা ও ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক মাসুদ, ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউল আলম, স্বেচ্ছাসেবকলীগের মহানগর শাখার যুগ্ম-আহবায়ক শেখ মাসুম, মহানগর যুবলীগের অন্যতম সদস্য অ্যাড. ছলিমুল্লাহ রসুল প্রমুখ।
আলোচনা সভায় মহানগর শাখার উপদেষ্টা ও যুবলীগের আহ্বায়ক শাহীনুর রহমান বলেন, শত প্রতিকূলতা ছিন্ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে।
বাছাই পর্ব ও পুরস্কার বিতরণীতে এবার ৪টি গ্রুপে ১১টি ক্যাটাগরিতে মোট ৭৮জন শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে।
কালের আলো/ফারুক/উবায়দুল