মোহাম্মদপুরে ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
প্রকাশিতঃ 4:54 pm | November 14, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মোহাম্মদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার(১৪ নভেম্বর) মোহাম্মদপুরের জাকির হোসেন রোড, টাউন হল এলাকা এবং শহীদ পার্ক মাঠে উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানে দুই শতাধিক দোকান, ভ্যান, শেড ইত্যাদি উচ্ছেদ করা হয়। এছাড়া জাকির হোসেন রোড মাঠে অবৈধভাবে অনুষ্ঠিত একটি মেলা উচ্ছেদ করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত শহীদ পার্ক মাঠে একটি বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

এছাড়া একই দিন ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেনের নেতৃত্বে ফার্মগেট ফুটওভার ব্রিজ থেকে সকল হকার উচ্ছেদ করে জনগণের চলাচলের উপযোগী করা হয়।
উচ্ছেদ অভিযানকালে ডিএনসিসির প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজী উপস্থিত ছিলেন।
কালের আলো/এনআর/এমএম