রায় মেনে নিয়ে বিতর্ক না বাড়ানোর আহ্বান দিল্লি জামে মসজিদ ইমামের
প্রকাশিতঃ 10:03 am | November 10, 2019

কালের আলো ডেস্ক:
৭০ বছর ধরে চলে আসা বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলার রায় মেনে নিয়ে বিতর্ক আর না বাড়ানোর আহ্বান জানিয়েছেন দিল্লি জামে মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি।
শনিবার (৯ নভেম্বর) এক সর্বসম্মত রায়ে ভারতের সর্বোচ্চ আদালত অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণ আর সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ নির্মাণের জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে পাঁচ একর জায়গা বরাদ্দ দিতে ভারতের কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন।
টাইমস অব ইন্ডিয়া জানায়, রায় নিয়ে সংবাদ সম্মেলনে ইমাম বুখারি বলেছেন, “আমরা আদালতের আদেশ মেনে নিয়েছি। এখন কয়েক বছর ধরে চলতে থাকা হিন্দু-মুসলিম ইস্যুও শেষ হওয়া উচিত।”
রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করার সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নে, বিষয়টি আর বাড়ানো উচিত হবে না বলে মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেন, “ভারতের মুসলিমরা দেশে শান্তি চায়। আদালতের রায়ের আগেই মুসলিমরা জানিয়েছিলেন, রায় যাই হোক না কেন আদালতের আদেশ মেনে নিবেন তারা।”
মামলার রায়ে ভারতের সর্বোচ্চ আদালত সুন্নি ওয়াকফ বোর্ডের আর্জি এবং বিতর্কিত জমির উপর নির্মোহী আখড়ার দাবি দুটোই খারিজ করে দেন।
কালের আলো/এডিবি
নভেম্বর ১০, ২০১৯