রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিদেশি সামরিক উপদেষ্টারা

প্রকাশিতঃ 6:37 pm | October 02, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, ভারত ও তুরস্কসহ প্রায় ২০ দেশের সামরিক উপদেষ্টারা।

বুধবার (২ অক্টোবর) সশস্ত্র বাহিনী বিভাগের ব্যবস্থাপনায় শুরু হওয়া এ পরিদর্শন চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

আইএসপিআর জানায়, ২০ দেশের সামরিক উপদেষ্টারা একাধিক রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা, বিদেশি দাতাসংস্থাদের কার্যক্রম এবং শরণার্থী শিবির ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বাংলাদেশি দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গেও মতবিনিময় করবেন তারা।

বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের বর্তমান অবস্থা, মিয়ানমারে ফেরত যাওয়ার বিষয়ে তাদের চিন্তাভাবনা ও প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশে এই পরিদর্শনের আয়োজন করা হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।

কালের আলো/এনআর/এমএম